সংক্ষেপে একে লিনাক্স ডিস্ট্রো বলে। ডিস্ট্রো বা ডিস্ট্রিবিউশন যাই বলেন না কেন, এগুলিকে এক কথায় লিনাক্স এর জেনারেশন বলতে পারেন। কেননা একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে মূল লিনাক্স এর কারনেল ব্যবহার করে তৈরিকৃত বা কোডিংকৃত কাস্টমাইজ রুপ। আপনারা ইতিপূর্বে জেনেছেন লিনাক্স এর সবকিছুই উন্মুক্ত। আর তাই লিনাক্স কারনেল ব্যবহার করে অনকে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজেদের মত করে অপারেটিং সিস্টেম তৈরি করেছে। বর্তমানে বিশ্বে ৬০০ এর বেশী লিনাক্স ডিস্ট্রিবউশন আছে এবং এর অর্ধেকর বেশী ডিষ্ট্রিবিউশন যেগুলি এখনও যথারীতি উন্নয়ন চলে। তবে কমার্শিয়াল উপযোগিতা চিন্তা করে তৈরি করা এবং জনপ্রিয়তার দিক থেকে নিচের নামগুলি বেশী প্রচলিত।
* Fedora: এটা আসলে Red Hat, Inc. এর অর্থায়নে পরিচালিত একটা প্রজেক্ট। Red Hat লিনাক্স লাইসেন্স আকারে কিনে ব্যবহার করতে হয়। ব্যবহারকারীদের সর্বোচ্চ প্রয়োজনীয়তা এবং সুযোগ-সুবিধা বোঝার জন্যই এই প্রজেক্ট এর উদ্ভাবন। যে কেউ Fedora ব্যবহার করতে পারে বিনে পয়সায় এবং তার সুবিধা বা অসুবিধার কথা জানারে পারে উন্নয়ন কমিউনিটিকে। কমিউনিটি তখন আপনার সমস্যাগুলিকে সমাধান করবে এবং পরবর্তী রেডহ্যাট ভার্সনে এটিকে সংযুক্ত করবে। সুতরাং ধরেই নিতে পারেন Fedora এবং Red Hat একউ জিনিষ। তবে Fedora হচ্ছে test release এবং Red Hat হচ্ছে Stable release.
* Ubuntu: বর্তমান সময়ে ডেস্কটপ হিসাবে সম্ভবত সবচেয়ে বেশী ব্যবহৃত হয় এটি। উইন্ডোজ এর বিকল্প হিসাবে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ডিস্ট্রি টি আসলে ইংল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান Canonical Ltd কর্তৃক পরিচালিত। এটি উন্নয়নের জন্য যাবতীয় খরচ Canonical দিয়ে থাকে এবং আপনার প্রয়োজনমত কাষ্টমাইজের জন্য তারা যে পয়সা পায় সেটাই তাদের প্রফিট।
* Debian
: এটি আসলে একটু অন্য রকম কেননা এর জন্য কারনেল Canonical Ltd নিজেরাই ডেভলপ করে। এবং এই কারনেল দিয়েই তারা উবুন্টু তৈরি করেছে। Debian
মূলত সার্ভার ভিত্তিক অপারেটিং সিষ্টেম। নতুন এ্যাডভান্স প্যাকেজ টুলস ধারনা নিয়ে Debian
এখন অনেক প্রতিষ্ঠানের কাছেই বেশী বিশ্বস্ততা অর্জন করেছে।
উপরের ডিষ্ট্রো গুলি ছাড়াও OpenSUSE (SUSE), Mandriva Linux (Mandriva), Slackware, Gentoo , Arch Linux ব্যবহাকারীদের কাছে বেশ গ্রহনযোগ্যতা অর্জন করেছে