লম্বা লম্বা লেকচার এবং ইয়া মোটা মোটা বই পড়া শেষ হলে কিছু মনে থাকে না। ছোট্ট একটা জিনিষ CCNA এর সম্পর্কে লিখতে হলে আমি কয়েকশ পাতা লিখতে পারব কিন্তু তাতে কোন লাভই হবে না। অধিকাংশ মানুষ সাইজ দেখে ভয়ে পড়বে না এবং বাকিরা অনেক কষ্ট করে ১ হাজার লাইন পড়ে অবশেষে মনে থাকবে মাত্র ৪-৫ লাইন। তার চেয়ে বরং আমি সোজাসুজি ৪-৫ লাইন লিখি যা থেকে এই বিষয় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
* CCNA আসলে Cisco Certified Network Associate এর সংক্ষিপ্ত রুপ এবং এটি একটি সার্টিফিকেট যা সিসকো কর্ত্বপক্ষ দিয়ে থাকে তাদের সিলেবাস অনুযায়ী পরিক্ষায় উত্তির্ণ হওয়ার পর।
* CCNA সার্টিফিকেশনের কয়েকটি বিভাগ আছে তবে এক কথায় CCNA বলতে আমরা যা বুঝি তা আসলে CCNA: Routing & Switching। এছাড়া CCNA: Security, CCNA: Voice, CCNA: Vedio ইত্যাদি ধরনের প্রায় ৯টি কোর্স আছে।
* CCNA কোর্স করার জন্য আপনার কম্পিউটার এর ছাত্র হতে হবে বা ১৮ বছরের অধিক বয়স হতে হবে, এই ধরনের কোন বাধ্যকতা নাই।
* নেটওয়ার্কিং সম্পর্কে ভালভাবে বুঝতে চাইলে এর চেয়ে ভাল কোর্স বাংলাদেশে নাই, কারন বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে এ্যাডভান্স লেবেল নেটওয়ার্কিং শুধু CCNA: Routing & Switching এ করানো হয়।
আপাতত ঐ কয়টি লাইন বুঝে রাখুন, কেননা বাকি বিষয়গুলি পরবর্তী লিখাতে এমনি এমনিই বুঝে যাবেন। আলাদা করে মুখস্ত করার তেমন কিছু নাই।