একেবারে সহজভাবে একলাইন মুখস্ত করার জন্য “এক বা একাধিক কম্পউটার এর নিজেদের মধ্যে আন্তসংযোগের প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়”। তবে বোঝার জন্য একটু বেশী কথা বলতে হয়। যে কোন ইলেক্ট্রনিক ডিভাইস যদি একটি অন্যটির সাথে সংযোগ স্থাপন করতে পারে তবে তাকেই নেটওয়ার্ক বলে। সেটা হতে পারে আপনার মোবাইল সাথে অন্য কারও মোবাইল, কোন ল্যাপটপ বা ডেস্কটপ।
এটা মানুষ দিয়েও বোঝানো যেতে পারে। আপনার একজন বন্ধু সাথে আপনার ভাল সম্পর্ক। আপনার আরও একজন বন্ধু যাকে সে চিনত না, কিন্তু আপনার মাধ্যমে তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। এটাকেও আপনি নেটওয়ার্ক বলতে পারেন। মানুষের নেটওয়ার্কের সবচেয়ে বড় উদাহরন হচ্ছে ফেইসবুক। ফেউসবুকে আপনার অনেক বন্ধু আছে যাদেরকে আপনি আগে চিনতেন না, কিন্তু কারও না কারও মাধ্যমে আপনার বন্ধু হয়ে গেছে।
কম্পিউটার নেটওয়ার্ক ও তেমন, যদি একে অন্যের সাথে সংযোগ স্থাপন করে তবেই সেটা কম্পউটার নেটওয়ার্ক হয়ে গেল, তা সে হতে পারে যে কোন মাধ্যমে। সরাসরি কেবলের মাধ্যমে বা ইন্টারনেট এর মাধ্যমে বা তারবিহীন কোন মাধ্যমে।